Diner Sheshe Ghumer Deshe - Hemanta Mukherjee

Diner Sheshe Ghumer Deshe - Hemanta Mukherjee Lyrics

Anindita  by Hemanta Kumar Mukhopadhyay

Song  ·  2,138 Plays  ·  3:52  ·  Bengali

℗ 1970 Saregama India Ltd

Diner Sheshe Ghumer Deshe - Hemanta Mukherjee Lyrics

দিনের শেষে ঘুমের দেশে
ঘোমটা পড়া ওই ছায়া
ভুলালো রে
ভুলালো মোর প্রাণ
ও পারেতে সোনার কূলে
আধাঁরমূলে কোন মায়া
গেয়ে গেল কাজ ভাঙানো গান
দিনের শেষে

নামিয়ে মুখ, চুকিয়ে সুখ
যাবার মুখে যায় যারা
ফেরার পথে ফিরেও নাহি চায়
তাদের পানে ভাটার টানে
যাবো রে আজ ঘরছাড়া
সন্ধ্যা আসে দিন যে চলে যায়।
ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে
দিন শেষের শেষ খেয়ায়
ওরে আয়
দিনের শেষে
ঘরে যারা যাবার
তারা কখন গেছে ঘর পানে
পারেই যারা যাবার
গেছে পারে।
ঘরেও নহে পারেও নহে
যে জন আছে মাঝখানে,
সন্ধ্যাবেলায় কে ডেকে নেয় তারে?
ফুলের বাহার নেইকো যাহার
ফসল যাহার ফললো না
অশ্রু যাহার ফেলতে হাসি পায়
দিনের আলো যার ফুরালো
সাঁঝের আলো জ্বললো না
সেই বসেছে ঘাটের কিনারায়
ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে
দিনশেষের শেষ খেয়ায়?
ওরে আয়
দিনের শেষে
দিনের শেষে ঘুমের দেশে
ঘোমটা পড়া ওই ছায়া
ভুলালো রে
ভুলালো মোর প্রাণ
ও পারেতে সোনার কূলে আধার মূলে
কোন মায়া গেয়ে গেল
কাজ ভাঙানো গান।
দিনের শেষে
সাঝের বেলা ভাটার স্রোতে
ওপার হতে একটানা
একটি দু'টি যায় যে তরী ভেসে
কেমন করে চিনব ওরে,
ওদের মাঝে কোনখানা
আমার ঘাটে ছিল, আমার দেশে
দিনের শেষে
অস্তাচলে তীরের তলে
ঘন গাছেরর কোল ঘেঁষে
ছায়া যেন ছায়ার মত যায়।
ডাকলে আমি ক্ষণিক থামি
আবার হেথায় পাড়ি ধরবে সে
এমন নেয়ে আছে রে কোন নায়ে!
ওরে আয়!
আমায় নিয়ে যাবি কে রে
দিনশেষের শেষ খেয়ায়
ওরে আয়
দিনের শেষে ঘুমের দেশে
ঘোমটা পড়া ওই ছায়া
ভুলালো রে ভুলালো মোর প্রাণ
ও পারেতে সোনার কূলে
আধার মূলে কোন মায়া
গেয়ে গেল কাজ ভাঙানো গান
দিনের শেষে.

Lyrics powered by www.musixmatch.com


More from Anindita

Loading

You Might Like

Loading


3m 52s  ·  Bengali

℗ 1970 Saregama India Ltd

FAQs for Diner Sheshe Ghumer Deshe - Hemanta Mukherjee