Chhai

Chhai Lyrics

Ei To Jiban  by Gouri Ghosh

Song  ·  1:40  ·  Bengali

© 2008 Sristi

Chhai Lyrics

তুমি শুধুশুধু বলো সোনার সংসার
আমি তো কেবল দেখি
চারপাশে ওড়ে কুসুমকোমল সব স্বপ্নের ছাই
তুমি শুধুশুধু বলো সোনার সংসার

আম জাম কাঁঠালের ছায়া
অথবা মেঘের মতো ঝাঁকড়া চুল, বুড়ো নিম গাছ
এসবের অন্তর্গত রাশি রাশি মায়া
হয়তো কখনো ছিল, আজ আর নাই
চারপাশে ওড়ে শুধু দিনগত ছাই

তুমি শুধু একে বল বড়ো রমনীয়
কিন্তু আমি দেখি ওই জননীরা কাঁদে
ব্যধকূল অট্টহাসি হেসে চলে যায়
নির্বোধ পাখিরা পড়ে চিরকাল ফাঁদে
কাব্যে কবে পড়েছি যে পাখিদের ডানা
জানে না জানে না, কোনো সীমানা জানে না
সেইসব ভুল পড়া ভুল জানাশোনা
পারমাণবিক এই পথভ্রষ্ট যুগে
চারপাশে মানবিক বোধ হলো ছাই

মানুষ কখনো ছিল রসে আর বশে
এখন সে রাত্রিদিন যক্ষেরই মতো
মুনাফার খাতা দেখে, লাভ-ক্ষতি কষে
মানুষ কখনো ছিল, আজ আর নাই
বিশ্বময় ওড়ে শুধু বর্ণহীন ছাই

Lyrics powered by www.musixmatch.com


More from Ei To Jiban

Loading

You Might Like

Loading


1m 40s  ·  Bengali

© 2008 Sristi

FAQs for Chhai