Nilanjana - Iii (Dulchhe Haoay)

Nilanjana - Iii (Dulchhe Haoay) Lyrics

Hmv R Sange Nachiketa  by Nachiketa

Song  ·  200,233 Plays  ·  8:16  ·  Bengali

© 2005 Saregama

Nilanjana - Iii (Dulchhe Haoay) Lyrics

HMV-′র সাথে আমার সম্পর্কের প্রায় ১২ বছর অতিক্রম হলো
১২ বছরে আমি অনেকটা পথ পার হয়েছি
এগিয়েছি না পেছিয়েছি সেটা ভবিষ্যৎ বলবে, শ্রোতারা বলবেন
আর, আমার মনে পড়ে সেই দিনটা আরকি
যেদিন আমাকে HMV-তে ডাকা হয়েছিলো আরকি
তখন সোমনাথ দা ছিলেন, সোমনাথ দা আমাকে খুব উৎসাহ দিয়েছিলেন
আমি খুব tensed ছিলাম বিষয়টা কী দাঁড়াবে
কারণ একদম নতুন রকম গান, আর আমি একজন নতুন শিল্পী
তো আমি দেখলাম ওনারা খুব confident ছিলেন আমার ব্যাপারে
Mr. রাভি কিচকু ছিলেন
উনি যেভাবে হোক কীজানি কীভাবে বুঝলাম না আমার গান শুনেছিলেন, demo
শোনার পরে খুব confident ছিলেন
তারপরে যাই হোক, cassette তো release হলো 'এই বেশ ভালো আছি′
আমরা এইরকমই একটা জায়গাতে বাস করছি, এই অবস্থাতেই আছি
অথচ বলছি, "এই বেশ ভালো আছি"
যাই হোক, সেই cassette release করেছিল
এবং সে cassette মানুষের মধ্যে benifit করেছিল গান
মানুষ গান খুব ভালোভাবে নিয়েছিল আরকি
"কে যায়" album-এ আমার প্রিয় গান 'নীলাঞ্জনা part-3'
কারণ প্রথমে এরকম কোনো গান বাংলা গানের ইতিহাসে লেখা হয়নি
যে গানটা একটা পুরো একটা ডে- একটা suicide-কে describe করা হচ্ছে
একটা আত্মহত্যাকে বর্ণনা করা হচ্ছে
আগে একটু nostalgic আছে ব্যাপারটা, কারণ এর আগের দুটো part আছে
First part, second part
একটা মানু- একটা মহিলা, একজন প্রেমিকার পরিণতি আস্তে suicide-এ কেন আসছে
এখানে suicide-টা কিন্তু হেরে যাওয়া মানুষের নয়, এটা প্রতিবাদ
System-এর against-এ একটা প্রতিবাদ হিসেবে দেখানো হয়েছিলো আরকি গানটা
তো, আমার খুব প্রিয় গান

দুলছে হাওয়ায়, না-না-না ফুল নয়
দখিনা বাতাসে এ নাগপাশে সময় নয়

দুলছে হাওয়ায়, না-না-না ফুল নয়
দখিনা বাতাসে এ নাগপাশে সময় নয়
দুলছে হাওয়ায়, না-না-না ফুল নয়
দখিনা বাতাসে এ নাগপাশে সময় নয়

খোলা বারান্দায়, এ নির্জনতায়
Ceiling-এর বন্ধনে, মাটির ব্যবধানে
দুলছে স্খলিত বসনা
নীলাঞ্জনা, নীলাঞ্জনা, নীলাঞ্জনা

প্রেমিকের স্পর্শ আনবেনা শিহরণ আর ঐ মনে
Care of footpath নচিকেতা দু′টি হাত
শূণ্যে ছুড়বে ফাঁকা আস্ফালনে

উড়ছে মাছি, না-না-না ভোজ নয়
সে আজও একা, তাই ঘিরে মাছিরাই রয়

খোলা বারান্দায়, এ নির্জনতায়
Ceiling-এর বন্ধনে, মাটির ব্যবধানে
দুলছে স্খলিত বসনা
নীলাঞ্জনা (নীলাঞ্জনা), নীলাঞ্জনা (নীলাঞ্জনা), নীলাঞ্জনা (নীলাঞ্জনা)

লাশকাটা ঘরে যদি চেরা হয় তার বুক সঙ্গোপনে
দেখবে সেখানে রাখা বিবর্ণ একমুঠো স্বপ্ন যতনে
যে স্বপ্ন কোনো কিশোরের দেয়া উপহার গানের ভাষায়
যে স্বপ্ন প্রথাগত মিথ্যে কপট সংসারের আশায়

এখন সময়, না-না-না রাত্রি নয়
সে আজ জীবনরাত্রি পেরিয়ে গেছে হায়
এখন সময়, না-না-না রাত্রি নয়
সে আজ জীবনরাত্রি পেরিয়ে গেছে হায়

খোলা বারান্দায়, এ নির্জনতায়
Ceiling-এর বন্ধনে, মাটির ব্যবধানে
দুলছে স্খলিত বসনা
নীলাঞ্জনা (নীলাঞ্জনা), নীলাঞ্জনা (নীলাঞ্জনা), নীলাঞ্জনা (নীলাঞ্জনা)
নীলাঞ্জনা (ও নীলাঞ্জনা), নীলাঞ্জনা (নীলাঞ্জনা)...

Writer(s): Nachiketa Chakraborty<br>Lyrics powered by www.musixmatch.com


More from Hmv R Sange Nachiketa

Loading

You Might Like

Loading


8m 16s  ·  Bengali

© 2005 Saregama

FAQs for Nilanjana - Iii (Dulchhe Haoay)