Majhe Majhe Tobo Dekha Pai

Majhe Majhe Tobo Dekha Pai Lyrics

Majhe Majhe Tobo Dekha Pai  by Milon Dev

Song  ·  14,850 Plays  ·  5:38  ·  Bengali

℗ 2018 Protune

Majhe Majhe Tobo Dekha Pai Lyrics

মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না

কেন মেঘ আসে হৃদয় আকাশে
কেন মেঘ আসে হৃদয় আকাশে
তোমারে দেখিতে দেয় না
মোহমেঘে তোমারে দেখিতে দেয় না
মোহমেঘে তোমারে
অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না

মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না

ক্ষণিক আলোকে আঁখির পলকে
তোমায় যবে পাই দেখিতে
ওহে ক্ষণিক আলোকে আঁখির পলকে
তোমায় যবে পাই দেখিতে

ওহে "হারাই হারাই" সদা হয় ভয়
"হারাই হারাই" সদা হয় ভয়
হারাইয়া ফেলি চকিতে
আশ না মিটিতে হারাইয়া
পলক না পড়িতে হারাইয়া
হৃদয় না জুড়াতে হারাইয়া ফেলি চকিতে

মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না

কী করিলে বলো পাইব তোমারে
রাখিব আঁখিতে আঁখিতে
ওহে কী করিলে বলো পাইব তোমারে
রাখিব আঁখিতে আঁখিতে

ওহে এত প্রেম আমি কোথা পাব নাথ
এত প্রেম আমি কোথা পাব নাথ

তোমারে হৃদয়ে রাখিতে
আমার সাধ্য কিবা তোমারে
দয়া না করিলে কে পারে
তুমি আপনি না এলে কে পারে
হৃদয়ে রাখিতে

মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না

আর কারো পানে চাহিব না আর
করিব হে আমি প্রাণপণ
ওহে আর কারো পানে চাহিব না আর
করিব হে আমি প্রাণপণ

ওহে তুমি যদি বল এখনি করিব
তুমি যদি বল এখনি করিব
বিষয় বাসনা বিসর্জন
দিব শ্রীচরণে বিষয়
দিব অকাতরে বিষয়
দিব তোমার লাগি বিষয় বাসনা বিসর্জন

মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না

Writer(s): Milon Dev<br>Lyrics powered by www.musixmatch.com


More from Majhe Majhe Tobo Dekha Pai

Loading

You Might Like

Loading


5m 38s  ·  Bengali

℗ 2018 Protune

FAQs for Majhe Majhe Tobo Dekha Pai