Bandhu Michhe Raag Karo Na

Bandhu Michhe Raag Karo Na Lyrics

Top 50 Bengali Tagore Songs  by Chinmoy Chatterjee

Song  ·  2,467 Plays  ·  3:15  ·  Bengali

© 1991 Saregama

Bandhu Michhe Raag Karo Na Lyrics

বঁধু, মিছে রাগ করো না, করো না।
মম মন বুঝে দেখো মনে মনে
মনে রেখো, কোরো করুণা॥

পাছে আপনারে রাখিতে না পারি
তাই কাছে কাছে থাকি আপনারি
মুখে হেসে যাই, মনে কেঁদে চাই
সে আমার নহে ছলনা।।

দিনেকের দেখা, তিলেকের সুখ
ক্ষণেকের তরে শুধু হাসিমুখ
পলকের পরে থাকে বুক ভ'রে
চিরজনমের বেদনা।

তারি মাঝে কেন এত সাধাসাধি
অবুধ আঁধারে কেন মরি কাঁদি
দূর হতে এসে ফিরে যাই শেষে
বহিয়া বিফল বাসনা।।

Writer(s): TAGORE RABINDRANATH<br>Lyrics powered by www.musixmatch.com


More from Top 50 Bengali Tagore Songs

Loading

You Might Like

Loading


3m 15s  ·  Bengali

© 1991 Saregama

FAQs for Bandhu Michhe Raag Karo Na