
Badhu Michhe Raag Karo Na Lyrics
Ogo Swapnaswarupini Love Songs Of Rabindranath Tag by Rabindranath Tagore, Chinmoy Chatterjee
Song · 1,326 Plays · 3:14 · Malayalam
Badhu Michhe Raag Karo Na Lyrics
বঁধু, মিছে রাগ করো না, করো না।
মম মন বুঝে দেখো মনে মনে
মনে রেখো, কোরো করুণা॥
পাছে আপনারে রাখিতে না পারি
তাই কাছে কাছে থাকি আপনারি
মুখে হেসে যাই, মনে কেঁদে চাই
সে আমার নহে ছলনা।।
দিনেকের দেখা, তিলেকের সুখ
ক্ষণেকের তরে শুধু হাসিমুখ
পলকের পরে থাকে বুক ভ'রে
চিরজনমের বেদনা।
তারি মাঝে কেন এত সাধাসাধি
অবুধ আঁধারে কেন মরি কাঁদি
দূর হতে এসে ফিরে যাই শেষে
বহিয়া বিফল বাসনা।।
Writer(s): TAGORE RABINDRANATH, RABINDRANATH TAGORE<br>Lyrics powered by www.musixmatch.com
More from Ogo Swapnaswarupini Love Songs Of Rabindranath Tag
Loading
You Might Like
Loading
3m 14s · Malayalam