
Tumi Chole Gele (From "Shesh Boley Kichu Nei") Lyrics
Bengali Hits Of Shaan by Shaan
Song · 43,945 Plays · 4:51 · Bengali
Tumi Chole Gele (From "Shesh Boley Kichu Nei") Lyrics
তুমি চলে গেলে ফেলে গেলে তোমার রাস্তাঘাট
অজস্র চাপা ব্যাথা চোখের জল
অজস্র ধোয়া ছেড়ে পাড়ি দিল যে স্টিমার
ফিরে এল ঘাটে ছলাত ছল
তুমি চলে গেলে গেল না হারিয়ে রাস্তাটা আমার
ভাঙা চোরা মানুষের কথা
তুমি চলে গেলে ফেলে গেলে চেনা দুঃখ সুখ
তাই চলে গেলে কিন্তু গেলে না
তাই চলে গেলে ফেলে গেলে তোমার কোলকাতা
তাই চলে গেলে কিন্তু গেলে না
চলছি আমি বুকে নিয়ে ফেলে যাওয়া ফেলে যাওয়া ভাঙ্গাচোরা তোমারই শহর
স্টিমার ঘাটে দাড়িয়ে আমি তোমার অপেক্ষায়
কখন জানি হয়ে গেল ভুল
জানি দেখা হবে ঠিক আবার এখানে কোথাও
অজস্র ভালবাসা অভিমান
তাই তোমার ফেলে যাওয়া কথা কুড়িয়ে নিয়ে আজ
লিখে গেলাম তোমার জন্য গান
আমি থাকি না থাকি সেদিন থাকবে তোমার জন্য
থাকবে তোমার জন্য আমার গান।।।।
Writer(s): anjan dutta, rabindranath tagore, neel dutta<br>Lyrics powered by www.musixmatch.com
More from Bengali Hits Of Shaan
Loading
You Might Like
Loading
4m 51s · Bengali