
This song is currently unavailable in your area. Why?
Palao Lyrics
Song · 101,403 Plays · 5:12 · Bengali
Palao Lyrics
বেঁচে আছি আমি বাঁচার সীমান্তে
ভাবিনি কখনও কী আছে অন্য প্রান্তে
এখন জীবন বলছে আমায় জানতে
এখন জীবন বলছে আর নেই সময়
ভাল আছি ভাল থাকবার চাহিদায়
সব ভাল যুগে ভাল না থাকা ভীষণ দায়
এমন ভালভাবে থাকার সমস্যায়
ক্লান্ত জীবন বলছে শেষ হোক অভিনয়
কী যেন গভীর থেকে
আজ উঠে আসতে চাইছে
গান আর গাইছি কোথায়
গানই বোধহয় আমায় গাইছে
জানি না পারবে কি না
কাল এ গান গাইতে তুমিও
কান্নার চেয়ে বরং
তখন এ গান শুনিও
এভাবে পালানোর ছিলনা পরিকল্পনাই
পালাতে হবে জানলে কি আর আমি গান গাই
পরিতক্ত্য এখন সে থাকার ইচ্ছাই
চলে যাওয়ার উত্তেজনাই আনে শিহরন
চেনা শরীর তবু রেখেছে আমায় প্রহরায়
চেনা গিটার বাজে এখনও বাজার ইচ্ছায়
তবু ভিড়ের মাঝে কান পাতলেই শোনা যায়
অজানা অস্বস্তিজনক এক উচ্চারণ—
পালাও পালাও...
কখনও ভাবিনি আমি
যে কী ভাবছে সমকাল
আমার এ মূল্যবোধ
চিরদিনই তাই সমান্তরাল
জবানবন্দিতে আজ
নেই অবকাশ এড়িয়ে যাওয়ার
করিনি কোনও চেষ্টাই
আমি হিসেবটা মিলিয়ে দেওয়ার
অস্বীকার আমি করছি না যে ব্যর্থতার
জন্য দায় আমার প্রাপ্য তিরস্কার
আর এমনভাবেই তৈরী পরিস্থিতিটার
মোকাবিলার থেকে অনেক সহজ পলায়ন
চেনা শরীর তবু রেখেছে আমায় প্রহরায়
চেনা গিটার বাজে এখনও বাজার ইচ্ছায়
তবু ভিড়ের মাঝে কান পাতলেই শোনা যায়
অজানা অস্বস্তিজনক এক উচ্চারণ—
পালাও পালাও...
Writer(s): rupam islam<br>Lyrics powered by www.musixmatch.com
More from Palao
Loading
You Might Like
Loading
5m 12s · Bengali