
Palachchhe Deen Raatri With Dialouge (From "Khela") Lyrics
Tribute To Rituparno Ghosh by Sanjoy-Raja, Nachiketa
Song · 5,286 Plays · 3:03 · Bengali
Palachchhe Deen Raatri With Dialouge (From "Khela") Lyrics
(পালাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছে)
(পালাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছে)
(পালাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছে)
(পালাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছে)
বই পালাচ্ছে, স্কুল পালাচ্ছে
পাড়ার মোড় ছেড়ে
তেপান্তরের মাঠ পালাচ্ছে হুগলি সেতু ধরে
বন পালাচ্ছে, গাঁ পালাচ্ছে
দেশ পালাচ্ছে দেশে
নিরুদ্দেশ? সেও পালাচ্ছে আর এক নিরুদ্দেশে
পালাচ্ছে দিন-রাত্রি, পালাচ্ছে ১২ মাস
কোথায় থামবে?
(পালাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছে)
(পালাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছে)
সুখ পালাচ্ছে, দুখ পালাচ্ছে
কে কার কাছে এসে
ছায়া পালাচ্ছে, ছবি পালাচ্ছে, ছায়াছবির দেশে
(পালাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছে)
মেঘ পালাচ্ছে, রোদ পালাচ্ছে
এখন বেগনি বেলা
কু-ঝিক-ঝিক, কু-ঝিক-ঝিক, পালাচ্ছে ছেলেবেলা
পালাচ্ছে দিন-রাত্রি, পালাচ্ছে ১২ মাস
কোথায় থামবে?
এ অরণ্য ছেড়ে যাচ্ছে হেমন্ত নিঃশ্বাস, পাতা ঝরছে
(পালাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছে)
(পালাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছে)
সব পথ ঘরে যায়, ঘর পথ পেতে চায়
করে পথ কাটাকুটি, অকারণ ছুটোছুটি
থেমে যায় আড়ালে, আঁধারে
পালাচ্ছে দিন-রাত্রি, পালাচ্ছে ১২ মাস
কোথায় থামবে? (পালাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছে)
কোথায় থামবে? (পালাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছে)
হো, কোথায় থামবে? (পালাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছে)
Writer(s): Rituparno Ghosh, Sanjoy Raja<br>Lyrics powered by www.musixmatch.com
More from Tribute To Rituparno Ghosh
Loading
You Might Like
Loading
3m 3s · Bengali