
Kobitai Lyrics
Song · 94 Plays · 6:07 · Bengali
Kobitai Lyrics
কবিতায় বলেছিলে...
চন্দ্ররাতে তুমি আসবে কাছে
এর পর কেটে গেছে
কত না ভরা পূর্নিমা
স্বপ্নেতে বলেছিলে.
বৃষ্টি এলে ডাকবে কাছে.
এর পর হয়ে গেছে কতনা বর্ষা ধারা
বলেছিলে এক নদী দুঃখ হলে
ভালবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা
কবিতায় বলেছিলে
চন্দ্ররাতে তুমি আসবে কাছে
জানালার শার্সিতে
বেদনার আরশিতে
হতাশার জলছায়া ভাসে
মনের উঠোন জুড়ে বিষাদের সাত্সুরে
কষ্ঠের শেষ হাসি হাসে
বলেছিলে এক নদী দুঃখ হলে
ভালবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা
কবিতায় বলেছিলে
চন্দ্ররাতে তুমি আসবে কাছে
বিশাদেন আরাধনা
কষ্টের আল্পনা
এই মনে চিরস্থায়ী আজ
রংতুলি জলছবি ভালবাসা ভুল সবি
ছলনার সাধে প্রতি ভাজ
বলেছিলে এক নদী দুঃখ হলে
ভালবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা
কবিতায়েঃ বলেছিলে
চন্দ্ররাতে তুমি আসবে কাছে
এর পর কেটে গেছে
কত না ভরা পূর্নিমা
স্বপ্নেতে বলেছিলে
বৃষ্টি এলে ডাকবে কাছে
এর পর হয়ে গেছে কতনা বর্ষা ধারা
বলেছিলে এক নদী দুঃখ হলে
ভালবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা
বলেছিলে এক নদী দুঃখ হলে
ভালবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা
বলেছিলে এক নদী দুঃখ হলে
ভালবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা
Writer(s): Mamun, Saaki<br>Lyrics powered by www.musixmatch.com
More from Moina Go
Loading
You Might Like
Loading
6m 7s · Bengali