Chalo Badlai Lyrics

Anjan Dutt - Chalo Badlai  by Anjan Dutt

Song   ·  3,161 Plays  ·  4:34  ·  Bengali

© 1998 Saregama

Chalo Badlai Lyrics

তুমি ভেবেছিলে যাবে বদলে যাবে নতুন করে জীবনের রঙ
আমিও তোমার মত সেই নতুনের অপেক্ষায় ছিলাম,
তবু একটু একটু করে
সময়ের অগোচরে
গেলাম পুরোনো হয়ে সবাই।
শুধু বদলে যাওয়ার কথা বারবার
হারিয়ে গেল এক দেয়ালের গায়
তবু বদলে যাওয়ার ইচ্ছে
এখনো হঠাৎ কাঁদায়!
তাই থাক পরে থাক
চৌরাস্তার মোড় যেখানে আছে
চলো আমরাই, চলো নিজেরাই বদলাই।
আমি বদলাতে পারি তোমার চোখের ভাষা,
তোমার ঠোঁটের রঙ,
তুমি বদলাতে পারো আমার সবকটা
জামার বোতাম,
চলো অদল বদল হয়ে যাই
তোমার আমার শোবার বসার ঘর,
চলো আমরাই, চলো নিজেরাই বদলাই।
আমি বদলাতে পারি নাম তোমার,
তোমার পদবী,
তুমি তোমার ঘরদোর চৌকাঠ
বদলাবে কি?
দেখো সময় কেবল সময় শুধু
সময় নিয়ে যাবে
চলো আমরাই, চলো নিজেরাই বদলে যাই।
দেখো এ জীবনের সময়ের
নোংরামি আর হবে না পরিষ্কার
আর জীবনটাও আসবে না ফিরে
আমাদের আরেকবার
তাই বদলে ফেলি যে যার
বদলে যাওয়ার ভাবনাটাকে
চলো আমারই, চলো নিজেরাই বদলাই।

Writer(s): ANJAN DUTTA<br>Lyrics powered by www.musixmatch.com

4m 34s  ·  Bengali

© 1998 Saregama